কিভাবে কোর্স ফি পরিশোধ করবেন
কিভাবে থিংক ইন এ রিডাক্স ওয়ে কোর্সের ফি পরিশোধ করবেন
কোর্স ফি পরিশোধ করতে আমাদের বিকাশ মার্চেন্ট একাউন্টে "পেমেন্ট" করতে হবে। আমাদের বিকাশ মার্চেন্ট একাউন্ট নাম্বার - 01979985368 । পেমেন্ট করার পর আপনি বিকাশ থেকে একটি কনফার্মেশন মেসেজ পাবেন যেখানে আপনাকে বিকাশ থেকে একটি ট্রানজেকশন আইডি (TrxID) দেয়া হবে। এরপর এই লিঙ্কে যেয়ে বিকাশ থেকে পাওয়া ট্রানজেকশন আইডি আমাদের কাছে জমা দিতে পারবেন।
বিকাশ অ্যাপ দিয়ে পেমেন্ট কিভাবে দিবেন সেটি জানতে নিচের ভিডিওটি দেখুন। যদি আপনার কোন কনফিউশন থাকে বা বুঝতে না পারেন, আমাদের সাপোর্ট সেন্টারে যোগাযোগ করুন।