রিফান্ড পলিসি
1.1) কোর্স এনরোল করার সর্বোচ্চ 7 দিনের মধ্যে রিফান্ড রিকুয়েস্ট করা যাবে। যদি আপনি এনরোল করার 7 দিনের মধ্যে রিফান্ড রিকুয়েস্ট করেন, তাহলে নিঃশর্তভাবে আপনার পুরো কোর্স ফি রিফান্ড করে দেয়া হবে। কোর্স এনরোলমেন্ট করার পর 7 দিন অতিবাহিত হয়ে যাবার পর আপনি কোর্স ফি রিফান্ড রিকুয়েস্ট করতে পারবেন না।
1.2) রিফান্ড এর টাকা কোনভাবেই সরাসরি ক্যাশ ট্রানজেকশন করা হবে না। আপনি আমাদের প্লাটফর্ম থেকে আপনার পছন্দের পেমেন্ট চ্যানেলে পেমেন্ট করতে পারবেন এবং রিফান্ড দেয়ার সময় আপনি যে মাধ্যমে পেমেন্ট করেছিলেন, সেই মাধ্যমেই রিফান্ড করার চেষ্টা করা হবে। রিফান্ড করতে গিয়ে সংশ্লিষ্ট মাধ্যমে কোন সার্ভিস চার্জ প্রযোজ্য হলে সেই চার্জ স্টুডেন্টকেই বহন করতে হবে।
1.3) আপনি আমাদের ওয়েবসাইট এর সাপোর্ট সেন্টারে যোগাযোগ করে রিফান্ড রিকুয়েস্ট করতে পারবেন। রিফান্ডের অনুরোধ লার্ন উইথ সুমিত - কর্তৃপক্ষ দ্বারা সফলভাবে প্রক্রিয়াকৃত এবং অনুমোদিত হওয়ার সর্বোচ্চ 7-10 কার্যদিবসের মধ্যে ব্যবহারকারী যে মাধ্যমে পেমেন্ট করেছিলেন সেই একই মাধ্যমে অর্থ ফেরত দেয়া হবে এবং নিশ্চিতকরণ ইমেলের মাধ্যমে ব্যবহারকারীকে জানানো হবে। রিফান্ড করতে গিয়ে সংশ্লিষ্ট মাধ্যমে কোন সার্ভিস চার্জ প্রযোজ্য হলে সেই চার্জ স্টুডেন্টকেই বহন করতে হবে।
1.4) আপনার কোর্স রিফান্ড রিকুয়েস্টটি সফল হবার পর আপনি কোর্সের সমস্ত এক্সেস হারাবেন।
1.5) কোর্সে এনরোল করার পূর্বে কোর্স কারিকুলাম দেখে নিবেন, অন্যথায় পরবর্তীতে এনরোলমেন্ট করে ফেলার পর কোর্স কারিকুলাম বিষয়ে কোন অভিযোগের কারণে রিফান্ড রিকুয়েস্ট গ্রহন করা হবে না। "আমি ওয়েবসাইটের এই জায়গাটা দেখিনি, ভাল করে পড়ে দেখিনি, সময় পাইনি, আমার চোখ এড়িয়ে গেছে" - এধরণের কোন অনুরোধ আমাদের কাছে গ্রহণযোগ্য হবেনা।
1.6) কোন আংশিক রিফান্ড রিকুয়েস্ট গ্রহণযোগ্য নয়। যেমন আপনি কোর্সের মাঝামাঝি সময়ে এসে বলতে পারবেন না যে - "আমি কোর্সটি কন্টিনিউ করবোনা, অর্ধেক টাকা রেখে দিয়ে আমাকে বাকি টাকা ফেরত দিন"। এরকম কোন আংশিক রিফান্ড রিকুয়েস্ট আমাদের প্লাটফর্মে কখনই গৃহীত হবেনা।
✔️ সর্বশেষ আপডেট - 07 এপ্রিল 2025 12:24 AM