Redux Logo

থিংক ইন এ রিডাক্স ওয়ে

রিডাক্স টুলকিট, আর.টি.কে কুয়ারি এবং থাংক

রিডাক্স এর মৌলিক এবং আবশ্যিক বিষয়সমূহ বুঝার পাশাপাশি এই কোর্সের প্রজেক্ট ভিত্তিক শেখানোর পদ্ধতি আপনাকে একজন দক্ষ রিডাক্স প্রোগ্রামার হয়ে উঠতে সাহায্য করবে বলে আমাদের বিশ্বাস।

এনরোলমেন্টের সময় বাংলাদেশি মোবাইল নাম্বার ব্যবহার না করলে কোর্স ফি হবে 1,200 টাকা
Peep

এক নজরে আমাদের রিডাক্স কোর্স

এই কোর্সে যা যা থাকছে

12 টি মডিউলে 135+ ভিডিও
আপনারা যেন ধাপে ধাপে শিখতে পারেন সেজন্য পুরো কোর্সটি 12টি মডিউলে ও 135+ ভিডিওতে ভাগ করে সাজানো হয়েছে।
30 ঘণ্টার 15GB রেকোর্ডেড কন্টেন্ট
সময় এবং ব্যান্ডউইডথ খরচ এর বিষয়টি বিবেচনা করে ভিডিও সাইজ এবং ডিউরেশন অপটিমাইজ করা হয়েছে।
120+ টি কুইজ
আপনারা যেন শেখার সাথে সাথে নিজেদের প্রোগ্রেস যাচাই করতে পারেন সেজন্য প্রতিটি ভিডিও শেষে ব্যাখ্যা ও উত্তর সহ কুইজ থাকবে।
10 টি এসাইনমেন্ট
প্রতিটি মডিউল শেষেই থাকবে এসাইনমেন্ট যেগুলো আপনারা নিজে করবেন। এসাইনমেন্ট এর সল্যুশন গিটহাবে রিপোজিটরিতে শেয়ার করে দেয়া হবে যেন নিজেরা প্র্যাকটিস করতে পারেন।
৫ টি রেকোর্ডেড সেশন
এসাইনমেন্টের উপর গুরুত্ত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা সহ রেকোর্ডেড সেশন থাকবে যেগুলো দেখে আপনারা নিজে নিজে এসাইনমেন্ট করতে সহযোগিতা পাবেন।
10 টি প্রজেক্ট
পুরো কোর্সটিতে আমরা প্রজেক্ট ভিত্তিক লার্নিং প্রসেস ফলো করেছি। কোর্সে আমরা মিলেমিশে 10 টি প্রজেক্ট করবো। কিছু প্রজেক্ট সরাসরি মডিউলে করে দেখানো হবে এবং কিছু নিজেরা করবেন।
Peep

কোর্সে যে যে মডিউল থাকছে

12 টি মডিউলে সাজানো হয়েছে পুরো কোর্সটি

প্রথম সপ্তাহ
আমরা দুইটি মডিউল শেষ করবো এবং রিয়্যাক্ট-রিডাক্সের মৌলিক বিষয়সমূহ বুঝবো।
রিডাক্স ফান্ডামেন্টালস
ইন্ট্রোডাকশন টু রিয়্যাক্ট রিডাক্স
4+ ঘণ্টার ভিডিও, 2 টি এসাইনমেন্ট
দ্বিতীয় সপ্তাহ
আমরা দুইটি মডিউল শেষ করবো এবং রিয়্যাক্ট-রিডাক্স ব্যবহার করে দুটি প্রজেক্ট করবো।
প্রজেক্ট - সিম্পল টুডু এপ্লিকেশন
প্রজেক্ট - এডভান্সড টুডু এপ্লিকেশন
3+ ঘণ্টার ভিডিও, 2 টি এসাইনমেন্ট
তৃতীয় সপ্তাহ
আমরা দুইটি মডিউল শেষ করবো এবং রিডাক্স টুলকিট নিয়ে বিস্তারিত জানবো ও একটি প্রজেক্ট করবো।
ইন্ট্রোডাকশন টু রিডাক্স টুলকিট
প্রজেক্ট - ভিডিও ওয়েবসাইট উইথ রিডাক্স টুলকিট
প্রায় 5 ঘণ্টার ভিডিও, 2 টি এসাইনমেন্ট
চতূর্থ সপ্তাহ
আমরা দুইটি মডিউল শেষ করবো এবং রিডাক্স টুলকিট দিয়ে আরেকটি প্রজেক্ট করবো। সেই সাথে আর.টি.কে কুয়ারি নিয়ে প্রাথমিক ধারণা নিয়ে প্রজেক্টটি আপডেট করবো।
প্রজেক্ট - এক্সপেন্স ট্র্যাকার এপ্লিকেশন
ইন্ট্রোডাকশন টু আর.টি.কে কুয়ারি
প্রায় 5 ঘণ্টার ভিডিও, 2 টি এসাইনমেন্ট
পঞ্চম সপ্তাহ
আমরা দুইটি মডিউল শেষ করবো এবং আর.টি.কে কুয়ারি দিয়ে আমাদের কোর্সের ফাইনাল প্রজেক্ট হিসেবে এডভান্স চ্যাট এপ্লিকেশন বানাবো।
প্রজেক্ট - চ্যাট এপ্লিকেশন - পার্ট 1
প্রজেক্ট - চ্যাট এপ্লিকেশন - পার্ট 2
প্রায় 6+ ঘণ্টার ভিডিও, 2 টি এসাইনমেন্ট
ষষ্ঠ সপ্তাহ
আমরা দুইটি মডিউল শেষ করবো এবং রিডাক্স ডকুমেন্টেশন, রিসিলেক্ট লাইব্রেরি এবং রিডাক্স স্ট্যান্ডার্ড প্যাটার্ন সম্পর্কে জানবো। সেই সাথে কিছু কমন জব ইন্টারভিউ প্রশ্ন নিয়ে আলোচনা করবো।
সিলেক্টর, রিসিলেক্ট, মেমোয়াইজড সিলেক্টর এবং রিডাক্স vs কন্টেক্সট এপিআই
এক্সপ্লোরিং রিডাক্স ডকুমেন্টেশন
প্রায় ৪ ঘণ্টার ভিডিও ও ফাইনাল পরীক্ষা
Peep

কোর্সে যে প্রজেক্ট গুলো করানো হবে

দশটি প্রজেক্ট আমরা একসাথে করবো

Chat Application
Video Application
Expense Tracker
Blog Application
Todo Application
Expense Tracker
Video Application
Todo Application
Shopping Cart Application
Project Manager Application
Peep

কোর্সটি কিভাবে চলবে

যেভাবে আমরা আপনাকে একজন দক্ষ রিডাক্স প্রোগ্রামার হয়ে উঠতে সাহায্য করতে পারি

ধাপে ধাপে প্রজেক্ট ভিত্তিক শেখানোর পদ্ধতি

কোর্স ক্রয় করেই সবগুলো মডিউল দেখতে পাবেন এবং প্রতিটি মডিউলে 10-12 টি প্রি-রেকোর্ডেড ভিডিও থাকবে যেন আপনারা ধাপে ধাপে একটার পর একটা টপিক শিখতে পারেন। ভিডিও গুলো প্রজেক্ট ভিত্তিক লার্নিং প্রসেস ফলো করে বানানো হয়েছে। আপনারা আপনাদের সময় অনুযায়ী ভিডিও গুলো দেখতে পারবেন এবং নিজের গতিতে সেলফ-পেসড ভাবে আগাতে পারবেন।

পরীক্ষার মাধ্যমে নিজেকে যাচাই করার সুযোগ

আপনারা ভিডিও দেখে কি শিখলেন সেটা যাচাই করার জন্য প্রতিটি ভিডিওর সাথে কুইজ & প্রতিটি মডিউলে এসাইনমেন্ট থাকছে। কুইজ গুলো আপনারা তাৎক্ষণিক উত্তর দিতে পারবেন এবং নিজেদের সুবিধামতো সময় অনুযায়ী এসাইনমেন্ট গুলো করতে পারবেন প্র্যাকটিস করার জন্য। এসাইনমেন্টের সল্যুশনও গিটহাবে দেয়া থাকবে। যেহেতু এটি 'ভিডিও অনলি' কোর্স, তাই কুইজ বা এসাইনমেন্টের কোন মার্কিং থাকবেনা। সম্পূর্ণ নিজের প্রয়োজনে নিজের গতিতে আপনারা আগাতে পারবেন।

পরীক্ষার পরে থাকছে প্রশ্নের সঠিক সমাধান

প্রতিটি কুইজ এর শেষে আপনারা সঠিক উত্তর ব্যাখ্যা সহ দেখতে পারবেন। সবগুলো এসাইনমেন্টের সল্যুশন কোর্স শেষে গিটহাব - এ শেয়ার করে দেয়া হবে যেন আপনারা বেস্ট প্র্যাকটিস এবং পদ্ধতি গুলো আরো ভাল করে যাচাই করে নিতে পারেন। এই 'ভিডিও অনলি' কোর্সে কোন এসাইনমেন্ট বা কুইজের মার্কিং করা হবেনা এবং শুধু প্র্যাকটিস হিসেবে নিজেকে যাচাই করবেন আপনি নিজেই।

ডিসকোর্ড কমিউনিটি লিমিটেড সাপোর্ট থাকছে

যেহেতু কোর্সটি 'ভিডিও অনলি' কোর্স, তাই সাপোর্ট কমিটমেন্ট থাকছেনা। তবে কোর্স পার্চেস করার পর আমাদের প্রাইভেট ডিস্কোর্ড চ্যানেলে আপনাকে এক্সেস দেয়া হবে যেখানে আমাদের আগের ব্যাচ গুলোর ছাত্ররা আছেন যারা বেশ সহযোগিতাপূর্ণ। কোর্স চলাকালীন কোন সমস্যার সম্মুখীন হলে, কোথাও আটকে গেলে অথবা বুঝতে না পারলে, আপনার প্রশ্নটি আমাদের ডিসকোর্ড সাপোর্ট চ্যানেলে পোস্ট করতে পারবেন। সাপোর্ট কমিটমেন্ট না থাকলেও লিমিটেড কিছু কমিউনিটি সাপোর্ট অবশ্যই আপনারা পেতে পারেন। তবে এক্ষেত্রে আমাদের পক্ষ থেকে কোন সাপোর্ট কমিটমেন্ট থাকছেনা।

আরো থাকছে রেকোর্ডেড আলোচনা

কোর্স মডিউইলের পাশাপাশি, আমাদের ৫ টি রেকোর্ডেড কনসেপচুয়াল ভিডিও থকবে যেখানে আমরা মডিউল অনুযায়ী এসাইনমেন্টের উপর বিস্তারিত আলোচনা করেছি যেগুলো আপনাদেরকে নিজে নিজে এসাইনমেন্ট করতে সর্বাত্মক সাহায্য করবে বলে আমাদের বিশ্বাস।

Peep

কোর্স করে কি পাবেন আর কি পাবেন না

কোর্সটি শেষ করার পর আপনি আমাদের থেকে যা কিছু পাবেন বা পাবেন না

কোর্স সার্টিফিকেট নেই

যেহেতু এটি সেলফ-পেসড ভিডিও অনলি কোর্স তাই এই কোর্সের কোন অফিসিয়াল সার্টিফিকেট আমরা দিচ্ছিনা। যদি শুধু সার্টিফিকেট প্রাপ্তি আপনার উদ্দেশ্য হয় তাহলে এই কোর্সটি আপনার জন্য নয়। এই কোর্সটি শুধু রিডাক্স বুঝার জন্য।

চাকরির কোন নিশ্চয়তা নেই

আমাদের কোন কোর্সেই আমরা চাকরির নিশ্চয়তা দেইনা এবং এই কোর্সেও ব্যাতিক্রম নয়। চাকরির বেতনের মতোই চাকরি প্রাপ্তি আপনার নিজের। এক্ষেত্রে আমরা সাহায্য করতে পারি কিন্তু কোন নিশ্চয়তা দিতে পারছিনা।

লাইফটাইম কোর্স এক্সেস আছে

যারা কোর্সটি একবার কিনবেন, তারা কোর্সের সকল কন্টেন্ট এর লাইফটাইম এক্সেস পাবেন এবং ভবিষ্যতের সকল আপডেট পেতে থাকবেন। এছাড়া প্রাইভেট সাপোর্ট চ্যানেলে আজীবন এক্সেস থেকে যাবে যেখানে প্রশ্ন করলে আমরা উত্তর দেয়ার চেষ্টা করবো। কিন্তু সাথে সাথে উত্তরের কোন গ্যারান্টি নেই।

রিডাক্স ভালভাবে বুঝতে পারবেন

যারা কোর্সের ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন, প্রজেক্ট গুলো চর্চা করবেন & কোর্সের এসেসমেন্ট গুলো নিজে চেষ্টা করবেন, তারা রিডাক্স খুব ভালভাবে আয়ত্ত করতে পারবেন।

রিয়্যাক্ট আরো ভাল বুঝবেন

যদিও এই কোর্সে রিয়্যাক্ট জেএস শিখানো হবেনা, কিন্তু কোর্সটি ভালভাবে শেষ করার পর আপনি সামগ্রিকভাবে রিয়্যাক্ট জেএসের উপর আরো বেশি আত্মবিশ্বাস অর্জন করবেন।

জব ইন্টারভিউ এর জন্য তৈরী হয়ে যাবেন

জব মার্কেটে রিডাক্সের ডিমান্ড অনেক বেশি। কোর্সটি ভালভাবে শেষ করার পর আপনার আত্মবিশ্বাস জব ইন্টারভিউতে ভাল করতে সাহায্য করবে।

Prerequisite - Learn with Sumit

কোর্স করতে যা জানতে হবে

এই কোর্সটি একেবারে বিগিনারদের জন্য নয়। কোর্সটি করতে হলে উল্লিখিত বিষয়গুলো সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। এই কোর্সে ধরে নেয়া হবে আপনি বিষয়গুলো জানেন। যদি না জানেন, তাহলে রেকোমেন্ডেড লিঙ্ক থেকে শিখে নিতে পারেন।

বেসিক HTML

বেসিক HTML

HTML সম্পর্কে প্রাথমিক ধারণা থাকতে হবে।

বেসিক CSS

বেসিক CSS

CSS সম্পর্কে প্রাথমিক ধারণা থাকতে হবে।

বেসিক ও মডার্ন JavaScript

বেসিক ও মডার্ন JavaScript

বেসিক ও মডার্ন JavaScript সম্পর্কে ধারণা থাকতে হবে।

বেসিক React.js

বেসিক React.js

React.js সম্পর্কে প্রাথমিক ধারণা থাকতে হবে।

বেসিক Git/GitHub

বেসিক Git/GitHub

Git/GitHub সম্পর্কে প্রাথমিক ধারণা থাকতে হবে।

VS Code এডিটর

VS Code এডিটর

VS Code এডিটরে কাজ করার অভ্যাস থাকতে হবে।

কোর্স ইন্সট্রাক্টর

Sumit Saha - Instructor

সুমিত সাহা একজন প্রযুক্তি উদ্যোক্তা। বুয়েটে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়া অবস্থায় ২০০৮ সালে তিনি প্রতিষ্ঠা করেন বাংলাদেশের প্রথম ডিজিটাল এজেন্সি - অ্যানালাইজেন। প্রোগ্রামিং এর প্রতি ভালবাসা এবং মানুষকে শেখানোর প্রতি আগ্রহ থেকে এরপরে তিনি ২০২০ সালে প্রতিষ্ঠা করেন লার্ন উইথ সুমিত প্লাটফর্ম যেখানে প্রায় ৩৫০+ প্রোগ্রামিং রিলেটেড ভিডিও টিউটোরিয়াল রয়েছে। লার্ন উইথ সুমিত ইউটিউব চ্যানেল এবং পাবলিক ফেসবুক গ্রুপ থেকে প্রায় এক লক্ষেরও বেশি মানুষ ফ্রি প্রোগ্রামিং শিখছে।

তিনি নিজে একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার ও সফটওয়্যার আর্কিটেক্ট এবং দীর্ঘ 14 বছর ধরে তিনি ওয়েব ডেভেলপমেন্ট ও সফটওয়্যার পেশার সাথে জড়িত।

সুমিত সাহা

প্রতিষ্ঠাতা - লার্ন উইথ সুমিত

Learn with Sumit
ট্রেড লাইসেন্স - TRAD/DNCC/009595/2022
Peep

কোর্স সাকসেস স্টোরি

যাদের চাকরি প্রাপ্তিতে আমাদের কোর্স সাহায্য করেছে

Junior Frontend Engineer
Al Amin
HypeScout
Cumilla Victoria Govt. College (NU)
Frontend Developer
Ariful Islam
iBOS Limited
National Institute of Technology
Junior Frontend Software Developer
Debasree Bhowmik
iBOS Limited
Mawlana Bhashani Science and Technology University
Frontend Developer Intern
Khurshida Jahan Meem
iBOS Limited
Institute of Science Trade and Technology
Jr. MERN stack developer
Majedul Hasan
NDA
Jagannath University, Dhaka
Junior Node JS Developer
Mamun Ahmed
M360 ICT
Rupasdi Sujon-Dulo College
Junior Web Devoloper
Masud Pervez
Semicolon It Solutions
Jeshore polytechnic Institute
Frontend Developer (Intern)
Md Ferdous Hasan
Themefisher
Govt. Ashek Mahmud college, Jamalpur
Web Developer (Intern)
MD Salahuddin
Analyzen Bangladesh Ltd.
Narsingdi Polytehcnic Institute
Junior Frontend Developer
Md Sifat Ibn Awlad
iBOS Limited
BRAC University
Web Developer
Monir Hossain Rabby
ITCO BD
National University
Web Developer
Raihan Uddin
Logix Shapers
Uttara University
Frontend Developer (Intern)
Sanjoy Kumar Dhar
iBOS Limited
Premier University, Chittagong
Software Developer(Intern)
Shahriar Hussain
INMOGR
Jagannath University Dhaka
Junior Software Engineer
Tanmoy Paul
Genie Info Tech
Daffodil International University
Peep

কোর্স সম্পর্কে লার্নারদের অভিমত

লার্নাররা সর্বদাই লার্ন উইথ সুমিত এর প্রতি তাদের ভালবাসা প্রকাশ করেছেন

Masud Pervez
Masud Pervez
খুব অল্প সময়ের মধ্যে রিডাক্সের সবকিছু শিক্ষতে পারছি এটাই বড় পাওনা। এত সুন্দর ভাবে বুঝানোর জন্য ধন্যবাদ জানায় সুমিত দাদাকে। আর এই কোর্স করে আমি আমার বাস্তব জীবনে অনেক উপকৃত হয়েছি।
Dip Chakraborty
Dip Chakraborty
It was a great experience. I was completey afraid of Redux. But now, I am applying redux confidently. The price of the course was reasonable. And the way of teaching is always excellent. I am not complaining but suggesting that, Assignment Timeline can be more relaxed.
Faysal Ahmad
Faysal Ahmad
অনলাইনে এটাই আমার প্রথম পেইড টিউটোরিয়াল কোর্স। যা অসাধারণ। প্রত্যেক বিষয় এর উপর এমন মান সম্মত কোর্স থাকলে তা কিনে কেউ ঠকবে না।
Abdul Alim
Abdul Alim
এক কথায় কোর্সের ডিজাইনটা এমন ভাবে করা হয়ছে যে, না শিখে ছেড়ে যাওয়ার উপায় নাই। কোর্সটি শেখানোর পাশাপাশি একটি প্রতিযোগিতামূলক প্লাটফর্ম উপহার দেয় যেখানে শেখার পর অর্জিত জ্ঞানকে যাচাই করা যায়। সাপোর্ট দিনে ২৪ ঘন্টা সপ্তাহে ৭ দিনই থাকে।
Md Haider Hossain
Md Haider Hossain
Ei course theke ami onek kichu sikhchi ja amar dekha sobcheye best course, ekdom core theke advance level projono ekta project kivabe manage kora jay & code er structure full project kivabe manage korte hoy & kibahbe good quality project korte hoy ta ami deeply jenechi. Redux er khutinati and api use kore caching niye jebahbe sumit bhai step by step dekhiyeche ta bolar moto na.
Mazharul Islam Tamim
Mazharul Islam Tamim
সুমিত ভাইয়ের কোর্স করানো ধরণটাই আন্তর্জাতিক মানের। আলহামদুলিল্লাহ কোর্স থেকে সফলতাও পাচ্ছি।
Md Ferdous Hasan
Md Ferdous Hasan
যদি এক কথায় বলি কোর্সটি ছিল বিশ্বমানের। এটা ছিল আমার ডেভেলপমেন্ট ক্যারিয়ারের জন্য একটা মাইল ফলক। কোর্স শেষে React-Redux, RTK Query এর মত advanced জিনিসগুলা নিজের আয়ত্তে আনতে পেরেছি। Support group এবং শিখার environment ছিল অসাধরণ। আলহামদুলিল্লাহ কোর্সের অর্জিত জ্ঞান এবং সুমিত ভাইয়ের কাছ থেকে পাওয়া মূল্যবান guide-line এর মাধ্যমে একটা Job ও পেয়ে গেছি। ধন্যবাদ LWS এবং সুমিত দাদাকে আমাদের এইরকম ওয়ার্ল্ড-ক্লাস উপহার দেওয়ার জন্য। LWS এর সাথেই আছি ইনশাআল্লাহ।
Md Naimur Rahman Hira
Md Naimur Rahman Hira
এক কথায় অসাধারণ একটা কোর্স। আর সাপোর্ট সিস্টেমটাও অসাধারণ ছিল। বাংলাদেশের মধ্যে যতো কোর্স আছে এই কোর্সটার মতো কোর্স আমি কোথাও দেখিনি। ধন্যবাদ সুমিত ভাইয়া।
Md. Mehedi Hasan Khan
Md. Mehedi Hasan Khan
যতই ভালো বলব কম বলা হবে। শুধু বলব Journey টা ছিল অনন্য। আমি বাংলাদেশের কিছু নামকরা কন্টেন্ট ক্রিয়েটরের Course করেছিলাম। যারা প্রোগ্রামিং এর চেয়ে তাবিজ-কবচের উপর বেশি গুরুত্ব দেয়। যার ফলে অনেকে জবও পায় But ঐ জবটা স্থায়ী হয়না। হয় তাকে কোম্পানি দূর করে দেয় নাহয় সে নিজে বুঝতে পেরে ফিরে আসে। কারন ৩ মাস প্রোগ্রামিং শিখে সিক্রেট গ্রুপে যেয়ে তাবিজ-কবচ শিখে কি আর প্রোডাকশনে কাজ করা যায়? কিন্তু Sumit ভাইয়ার কোর্সে আমি ব্যাক্তিগতভাবে অনেক কিচ্ছু শিখতে পারছি। উনি প্রফেশনাল শিক্ষকের মতই শিখিয়েছেন। যেখানে আমি Redux এর নাম শুনলেই ভয় পেতাম আজ আমি Redux Saga নিয়ে কাজ করি।
Ahmad Ashab Uddin
Ahmad Ashab Uddin
I have learned a lot of things and gained confidence about redux. The quiz helps me learn from the documentation and the model test helped me practice new things in redux. The code review and result section is the perfect things in this course. every task has been checked and giving reviews about the programmer skills is awesome. I get more confidence when I see the ranking section. Because a lot of good programmers have ranked in this course
Abdullah Khalid Omi
Abdullah Khalid Omi
Think in a Redux way course is highly recommended for beginner and also helpful for those who is using redux for a long time and want to know what is going on behind the scene. Sumit bhaiya is awesome teacher, he knows how to explain things to his students easily.
Arif Almas
Arif Almas
The course was the best I have ever seen. I have done other courses before but never got full time support like this course. LWS team always support us in any matter. Also one thing that I liked very much was the live session every week which cleared many questions and problems in our mind. Also the marking of the course has been done very well and all our mistakes have been given line by line. Also I learned how to code cleanly and after pointing out mistakes I got it right. No more problems with my redux I am very confident now, thanks a lot to LWS team for giving us such a beautiful course.
Md Habibur Rahman
Md Habibur Rahman
Sumit Dada is a great tutor. Learning something from him is always a great thing. Think in a Redux way course makes me more confident. Thanks Sumit Dada for providing the great course for us.
Faisal Islam
Faisal Islam
It is a very effective course because of quizzes and projects. If one goes with the flow there is no option but to learn.
Sanjoy Kumar Dhar
Sanjoy Kumar Dhar
অত্যন্ত গোছানো এবং তথ্যবহুল একটি কোর্স। সঠিক সময়ে টাস্কের রিভিউ পেয়েছিলাম এবং গ্রুপটাও যথেষ্ট একটিভ ছিলো বলে সহজেই কোনো সমস্যার সমাধান জানা যেতো। রিয়েক্ট এ যে পরিমাণ কনফিডেন্স পেয়েছি আর বর্তমানে যে অবস্থানে আছি তার সম্পূর্ণ কৃতিত্ব সুমিত দাদা আর ওনার LWS কমিউনিটির। এই কোর্সটি সত্যিকার অর্থে বাংলায় রিডাক্স শেখার সর্বোত্তম রিসোর্স। অনেক অনেক ধন্যবাদ এমন একটি গোছানো এবং সুন্দর কমিউনিটি তৈরি করে দেবার জন্য।
Raihan Uddin
Raihan Uddin
আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে এই কোর্সের ফিডব্যাক দেওয়ার কোনো দরকার আছে কারণ যারা Sumit ভাইয়ের ভিডিও দেখে তারা জানেন যে তার Content কেমন হতে পারে। যারা নিয়মিত ফলোয়ার তাদের জন্য এই ফিডব্যাক না যারা অল্প দেখেছেন তাদের জন্য কারণ যারা ভিডিও দেখেন তাদের জন্য ফিডব্যাকের কোনো দরকার নেই। এক হাড়ি ভাতের একটা টিপলেই বোঝা যায়। অসাধারণ একটা কোর্স। আমি রিয়াক্ট শিখেছিলাম কিন্তু কনফিডেন্স পাচ্ছিলাম না যে আমি কি পারবো বড় প্রজেক্ট করতে complex প্রজেক্ট করতে। আমি আসলে পুরা প্রজেক্টকে একসাথে ভাবতে গিয়ে ভয় পেয়ে যেতাম কিন্তু Sumit vai এর থেকে শিখলাম কিভাবে ছোট ছোট ভাবে চিন্তা করতে হয় এবং সহজে করা যায়। Complex প্রজেক্টে রিডাক্সের প্রয়োজনীয়তা বুঝতে পারবেন, কম কোড লিখে কিভাবে বড় বড় কাজ করা যায়। এই কোর্সটা করার পর আমি কনফিডেন্স পেয়েছি Freelancer এ বিড করে কাজও পেয়েছি। কাজে খুশি হয়ে প্রথম বায়ারই আমাকে Full time hire করে নিয়েছে তার Company তে। তবে একটা কথা বলতে চাই কেউ এইটা ভাববেন না কোর্স করলেই জব পেয়ে যাবেন Sumit vai আপনাকে Quality Resources দিবে পথ দেখায় দিবে কিন্তু সেই পথে হাটতে হবে কিন্তু আপনাকেই, কষ্টও করতে হবে আপনাকেই। নাহলে কিছুই হবে না
MD Salahuddin
MD Salahuddin
Quality not depends on Quantity! এর চাক্ষুষ প্রমাণ সুমিত ভাইয়ের থিংক ইন এ রিডাক্স ওয়ে কোর্সটি। যদি আপনি কোর্সটিকে এর মাত্র ১৯৯৯ টাকা ফি দিয়ে বিচার করেন তাহলে আপনি ষোল আনাই ভুল। সুমিত ভাইয়ের শেখানোর পদ্ধতি নিয়ে নতুন করে কিছুই বলার নেই। বিলাসী নারীদের কাছে অলংকার ( সোনা, হীরা ) যেমন প্রিয় ঠিক তেমনই প্রকৃত লার্নারদের কাছে সুমিত ভাইয়ের টিউটোরিয়াল তেমন প্রিয়। যদি স্পেশালভাবে কিছু বলার থাকে তাহলে আমি বলব LWS এর চমৎকার সাপোর্টের কথা। এইটা আসলেই স্পেশাল ছিল । সুমিত ভাই ও বাকি এডমিন প্যানেল আমাদের সাথে এতটাই আন্তরিক ও ইন্টার‍্যাক্টিভ ছিল যা আপনাকে আমি বলে বুঝাতে পারব না । আর কিছু বলতে চাই না তবে LWS কে একটা ধন্যবাদের আনলিমিটেড প্যাকেজ দিয়ে দিলাম।
Emon Islam
Emon Islam
কোর্সটি অসাধারণ। রিডাক্স এর প্রথম থেকে শুরু করে এডভান্স পর্যন্ত যত টুকু দেখিয়েছেন স্যার, এত টুকু যদি লার্নাররা ভালো করে কম্পলিট করে থাকেন, তাহলে রিডাক্স নিয়ে কাজ করতে কোন প্রবলেম হবে না। আমার লার্নারদের প্রতি একটি সাজেশন থাকবে। কোর্স এর ভিডিও প্রতিদিন দেখা শেষ করে প্র্যাকটিস করবেন এবং যত টুকু স্যার প্রতিদিন শেখাবেন। সেই টপিক অনুযায়ী রিডাক্স এর অফিশিয়াল ডকুমেন্টেশন পড়বেন। এবং সব শেষে একটি কথাই বলবো কোর্স টি যারা ক্রয় করেন নি, তারা অবশ্যই কোর্স টি ক্রয় করবেন। লার্নার দের প্রতি শুভ কামনা থাকলো।
Anayet Md. Rawshad
Anayet Md. Rawshad
আমার দেখা এ পর্যন্ত সবচেয়ে রিসোর্সফুল বাংলা কন্টেন্ট। এই কোর্সের সিলেবাস যেভাবে সাজানো হয়েছে এবং এই কোর্সে ব্যবহৃত সকল ধরনের রেফারেন্স ভিডিওসহ এটি একটি স্বয়ংসম্পূর্ণ কোর্স। আমি লার্ন উইথ সুমিত এবং সুমিত ভাই এর উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং এভাবেই সবসময় আমাদের কমিনিউটিতে ভূমিকা রেখে যাবেন আশা করছি।
Arifur Rahman Munna
Arifur Rahman Munna
I think this is the most valuable course I have ever taken. After taking this course I know I made the right decision at the right time and I did not lose my money. I got a solution as soon as I asked for help, and their support was sufficient. The content was very premium and the quizzes were mind-blowing. Thanks, LWS Team.
Tareq Aziz
Tareq Aziz
I am Tareq, This course means Think in a redux way owner of Sir Sumit Saha, this course is JUST WOW, I want more courses like this. So go ahead sir, we ll co-operate.
Zenaul Islam
Zenaul Islam
এই কোর্স টা আমাকে অনেক কিছু নতুন করে চিন্তা করতে শিখিয়েছে। আমার জানা মতে এমন কোয়ালিটি ফুল কোর্স আর নাই। এক কথায় অসাধারণ।
Al Shimbil Khan
Al Shimbil Khan
একজন ভালো মেন্টর চলার পথের অনুপ্রেরণার মশাল। আমি ভাগ্যবান সুমিত দাদার মত মেন্টর পেয়েছি। সেই মশাল হাতে এগিয়ে যেতে চাই বন্ধুর পথে। লার্ন উইথ সুমিত প্ল্যাটফর্মের রিডাক্স কোর্সটি আমায় সেই সাহস যুগিয়েছে।
Mohammad Saiful Islam
Mohammad Saiful Islam
একজন ভালো মেন্টর চলার পথের অনুপ্রেরণার মশাল। আমি ভাগ্যবান সুমিত দাদার মত মেন্টর পেয়েছি। সেই মশাল হাতে এগিয়ে যেতে চাই বন্ধুর পথে। লার্ন উইথ সুমিত প্ল্যাটফর্মের রিডাক্স কোর্সটি আমায় সেই সাহস যুগিয়েছে।
MD. Tanvir Anzum
MD. Tanvir Anzum
Well organized course! My experience was more than awesome!
FAQ - Learn with Sumit

সচরাচর জানতে চাওয়া
প্রশ্নের উত্তর

আপনাদের কমন কিছু প্রশ্নের উত্তর আমরা এখানে লিস্ট করে দিয়েছি। আমাদের কে প্রশ্ন করার পূর্বে এই লিস্টটি একবার পড়ে নেয়ার অনুরোধ থাকলো। তাহলে আমাদের উত্তরের জন্য আপনাকে অপেক্ষা করতে হবেনা এবং আপনার মূল্যবান সময় বেঁচে যাবে।